বাসা বদলানো মানেই হরেক রকমের ঝক্কি-ঝামেলা। আর ব্যাপারটা যখন ঢাকার মতো কোনো জনবহুল এবং যানজটের শহরে তখন তো মহা বিপদ। আর এ বিপদে আপনি আর কাউকে কাছে না পেলেও আমাদের পাবেন সবসময়। শুধু ফোনে বা অনলাইনে ফরমাশ দিলেই আমাদের টিম চলে যাবে আপনার দরজায়।
বাসা বদলানো মানেই হরেক রকমের ঝক্কি-ঝামেলা। আর ব্যাপারটা যখন ঢাকার মতো কোনো জনবহুল এবং যানজটের শহরে তখন তো মহা বিপদ। আর এ বিপদে আপনি আর কাউকে কাছে না পেলেও আমাদের পাবেন সবসময়। শুধু ফোনে বা অনলাইনে ফরমাশ দিলেই আমাদের টিম চলে যাবে আপনার দরজায়।
ঢাকা শহরের মধ্যে কিংবা ঢাকা থেকে অন্যত্র অফিস বদলের জন্য আমাদের রয়েছে দক্ষ লেবার এবং নিজস্ব ট্রান্সপোর্ট সুবিধা। আমাদের পেশাদারী লেবার টিম যত্ন সহকারে আপনার অফিসের আসবাবপত্র খুলে যথাযথ প্যাকিং এর মাধ্যমে নতুন অফিসে পৌঁছে দিবে এবং সতর্কতার সাথে সেটআপ করে দিবে।
শুধু বাসা বাড়ি কিংবা অফিস পরিবর্তন নয়, এছাড়াও নানাবিধ কাজে মাঝে মধ্যেই প্রয়োজন হয় পিকআপ কিংবা ভ্যান ভাড়া করার। আমাদের রয়েছে ছোট বড় মাঝারি, বিভিন্ন সাইজের পিকআপ ভ্যান আর অভিজ্ঞ সব ড্রাইভার। সুতরাং আপনার প্রয়োজনে আমরা আছি ২৪ ঘন্টা, ৭ দিন।